বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন
অধিকার ডেস্ক
আজ শনিবার ডাক,তার ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার দুপুরে রাজৈর উপজেলার নব নির্মিত ডাকঘর পরিদর্শনে আসেন। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় মাননীয় মন্ত্রী বলেন, পৃথিবী থেকে ডাইনোসরেরা যেভাবে হারিয়ে গেছে ডাকঘর সেভাবে হারাবে না। প্রযুক্তি ও ক্রমবর্ধমান উন্নয়নের ফলে যদিও মানুষ এখন ডাকঘর বিমুখ। তথাপি আমাদের সরকার ডাকঘরকে প্রযুক্তি নির্ভর ডিজিটাল ডাকঘরে পরিনত করতে যাচ্ছে।
ডাকঘর ডিজিটাল হলে এদেশের মানুষ ডাকঘরের মাধ্যমে অধিকাংশ কাজ সমাধা করে নিতে পারবে।
মাননীয় মন্ত্রী মহোদয় রাজৈর পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শন শেষে রাজৈর বাসীকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।
Leave a Reply