বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন
অধিকার ডেস্ক:
আজ বিকাল চারটায় মাদারীপুর জেলার রাজৈরে হোসেনপুর ইউনিয়নের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা শাজাহান খান (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, মাননীয় এমপির স্থানীয় সাংসদ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, রাজৈর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী আহ্বায়ক সাহাবুদ্দিন সাহা, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি, রাজৈর প্রেসক্লাবের সভাপতি ও রাজৈর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফরিদা হাসান পল্লবী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, মাদারীপুর জেলা পরিষদের সদস্য, আওয়ামীলীগ নেত্রী নূরজাহান পারুল প্রমুখ।
বক্তারা বলেন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। পারস্পারিক ক্লেদাক্ততা ও বৈরিতা ভুলে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান প্রধান অতিথি।
Leave a Reply