বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন
অধিকার ডেস্ক:
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা, সাবেক সফল নৌ পরিবহন মন্ত্রী জনাব শাজাহান খান এমপি ‘র মাদারীপুর নিজ বাসায় রাজৈর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাজৈর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজৈর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যতম নেতৃত্ব শেখ মোস্তাফিজুল হক নাদির, সাবেক আহ্বায়ক সাংবাদিক সুশান্ত দত্ত,সহ-সাধারণ সম্পাদক নাজমুল কবীর, সাংগঠনিক সম্পাদক অনাদী কুমার মন্ডল, দপ্তর সম্পাদক শেখ সাজেদুল হক বোরাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজেদুল ইসলাম শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কাজী নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নূরজাহান পারুল, সাংবাদিক আসাদুল হক সনেট, সাংবাদিক সবুজ বালা , সাংবাদিক সাদিয়া সাদি প্রমূখ।
আন্তরিক পরিবেশে মাননীয় এমপি মহোদয় রাজৈর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকলকে ধন্যবাদ জানান এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে, দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পরামর্শ দেন। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মাননীয় এমপি মহোদয় জনাব শাজাহান খানের পরামর্শ আন্তরিকভাবে সাদরে গ্রহণ করে সাংবাদিকতা পেশা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply