বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন
এড.গৌরাঙ্গ বসু
সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকাল চারটায় মাদারীপুর লেকপাড়ে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ ও বাংলাদেশ শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আকমল হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশে শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রামকৃষ্ণ পালের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল দে, সাবেক প্রধান শিক্ষক যোগমায়া সাহা রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রাণতোষ মন্ডল, উদীচি শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ইউসুফ কালু , শিক্ষক নেতা অধ্যক্ষ অলীক কুমার ধর, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক নিত্যানন্দ হালদার, আন্তর্জাতিক গীতা অনুশীলন সংঘের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মনীন্দ্রনাথ বাড়ৈ, মাদারীপুর আইনজীবী বারের সাবেক সহ-সভাপতি এড.কানাইলাল দাস,এড.বিমল বাড়ৈ, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতা এড.গৌরাঙ্গ বসু, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দলাল গাইন প্রমূখ।
বক্তারা জোর দিয়ে বলেন, অবিলম্বে শিক্ষক হত্যাকারী ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষক সুরক্ষা আইন প্রনয়ণ করে অনতিবিলম্বে তা কার্যকর করতে হবে।তা না হলে মুক্তি যুদ্ধের চেতনা ভুলুন্ঠিত হবে। রাষ্ট্রের মূল চেতনা বিরোধী গোষ্ঠীর বিস্তার লাভ করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশে পরিনত হবে। তাই দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
Leave a Reply