বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন
এড. গৌরাঙ্গ বসু
আজ বিকাল চারটায় রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী এক মতবিনিময় সভায় মিলিত হন। রাজৈর প্রেসক্লাবের নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে সকলের সহযোগিতায় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে কার্যকর একটি কমিটি গঠন করা যায় সে লক্ষ্যে মতামত প্রদানের আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক সাহাবুদ্দিন সাহা, রাজৈর প্রেসক্লাবের সংগ্রামী আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান,সদস্য সচিব শেখ মোস্তাফিজুল হক নাদির, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এড.গৌরাঙ্গ বসু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাহাদাত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় প্রায় ত্রিশ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানান এবং রাজৈর প্রেসক্লাবের ব্যাপারে সবাই সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply