বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
অধিকার ডেস্ক:
মাদারীপুর জেলা রাজৈরে আচমত আলী খান অডিটোরিয়ামে আজ সকালে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, সাবেক ভাইস চেয়ারম্যান শান্তি দাস, রাজৈর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক সাহাবুদ্দিন সাহা, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী,পৌর আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক সাংবাদিক মোঃ মতিয়ার রহমান প্রমূখ।
Leave a Reply