বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন
এড.গৌরাঙ্গ বসু :
মাদারীপুর জেলার রাজৈরের কদমবাড়ি ও খালিয়া ইউনিয়নের হাজার হাজার বিঘা ফসলী জমির জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য খাল খনন কর্মসূচীর উদ্ধোধন করলেন রাজৈর উপজেলার নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী।
সরেজমিন ঘুরে জানা যায়,উপজেলার দোদারা, চৌয়ারীবাড়ি, নুরপুর, লক্ষ্মীপুর, মহিষমারী, নারায়ণপুর তথা কদমবাড়ি ও খালিয়া ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দোদারা সংলগ্ন সংযোগ খাল খনন করে নদী পর্যন্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার। এরই ধারাবাহিকতায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে এগিয়ে আসলেন গরীবের বন্ধু মানবিক উপজেলা চেয়ারম্যান ।
এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী আহ্বায়ক সাহাবুদ্দিন সাহা, কদমবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিধান বিশ্বাস ও অত্র জনপদের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।
এ সংযোগস্থলে খাল খনন করার ফলে এ অঞ্চলে ইরি বোরো মৌসুমে ব্যাপক ফসলের সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
এ অঞ্চলে জলাবদ্ধতার কারণে প্রতি বছর প্রায় হাজার হাজার বিঘা ফসলী জমি পানির নিচে ডুবে থাকে। এ অবস্থা থেকে পরিত্রানের উপায় উপকরণে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে দেখা দিয়েছে হাসির রেখা।
তাদের ধারণা , এ প্রকল্প বাস্তবায়ণ হলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জিত হবে।
Leave a Reply