বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন
অধিকার ডেস্কঃ
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় এবছর এইচএসসি পরীক্ষায় আবারো সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ।২০২১ সালের এইচএচসি পরীক্ষায় রাজৈর উপজেলায় দুইটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল। শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ২০৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে A+ পেয়েছে ১৫ জন।বিজ্ঞান বিভাগে পেয়েছে ৮ জন এবং মানবিক বিভাগে পেয়েছে ৭ জন। পাশের হার ৯৬.৫৯। সরকারি রাজৈর ডিগ্রী কলেজে A+পেয়েছে ৪ জন।এ কলেজে পাশের হার ৯২.৩৭। সরকারি কেজেএস পাইলট ইন্সটিটিউশন এন্ড কলেজে A+ পেয়েছে ৩ জন। সরকারি শেখ রাসেল কলেজে A+ পেয়েছে ১ জন। টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজে A+ পেয়েছে ১১ জন।
এবারের পাশের হার , A+ এর সংখ্যা সবদিক থেকে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ সবার শীর্ষে অবস্থান করছে।
Leave a Reply