বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন
অধিকার ডেস্ক:
আজ ১৬ ডিসেম্বর ২০২১ রাজৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ়্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত। রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামানের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে রাজৈর কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর আটটায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়।
ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামান ও রাজৈর থানা অফিসার শেখ সাদি জাতীয় পতাকা উত্তোলন করেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দের মনোরম ডিসপ্লে পরিদর্শনে এক অভূতপূর্ব অবতারণা ও নৈস্বর্গিক পরিবেশের সৃষ্টি হয়।
রাজৈর উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপণ করেন। রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো: মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক এড. গৌরাঙ্গ বসুর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply