বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন
অধিকার ডেস্ক:
আগামী ২৬ ডিসেম্বর ২০২১ আসন্ন ইউপি নির্বাচনের আমেজ বিরাজ করছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন কদমবাড়ি ইউনিয়নের সর্বত্র। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচনী আমেজ বিরাজ করছে হাট – বাজার থেকে শুরু করে প্রত্যন্ত জনপদের প্রতিটি পাড়া মহল্লায়।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচণ করছেন তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন প্রাক্তণ চেয়ারম্যান দীনেশ বিশ্বাস, আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান বিধান বিশ্বাস এবং মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বয়সে তরুণ অপূর্ব গাইন।
এলাকার সাধারণ ভোটার ও বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি এবারের নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার গঠনে ইউপি নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। কদমবাড়ি ইউনিয়নে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন জন নন্দিত গন মানুষের ডা: খগেন্দ্রনাথ রায় এবং ভাইস চেয়ারম্যান হন ননী গোপাল বর।
ডা: খগেন্দ্রনাথ রায় আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ননী গোপাল বর। মেয়াদান্তে ১৯৭৮ সালে ননী গোপাল বর চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৩ সালে ননী গোপাল বর পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৮৮ সালে কদমবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন ইন্দ্রভূষণ সরকার। ১৯৯৩ সালে ননী গোপাল বাবু আবারো চেয়ারম্যান নির্বাচিত হন। ৯৮ শতাংশ হিন্দু অধ্যুষিত জনপদে ১৯৯৮ সালে সাদা মনের মানুষ , সৎ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি প্রধান শিক্ষক রন্জিত কুমার গাইনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন শাজাহান শিকদার। ২০০৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হন গোলক চন্দ্র বসু। এরপর ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী দীনেশ চন্দ্র বিশ্বাস।২০১৬ সালে ব্যাপক ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান ( চেয়ারম্যান পদপ্রার্থী) বিধান বিশ্বাস।
Leave a Reply