বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন
এড. গৌরাঙ্গ বসু:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এতিহ্যবাহী জলিরপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন পেয়ে নৌকার কান্ডারী হলেন বর্তমান চেয়ারম্যান বিভা মন্ডল।
গত ২০২০ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।দায়িত্ব পেয়ে তিনি মুকসুদপুরের কৃতি সন্তান জননেতা মুহাম্মদ ফারুক খানের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রান্তিক জনপদে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সদা হাসোজ্জ্বল ,বিনয়ী,কর্মঠ,পরোপকারী বিভা মন্ডল দিনরাত নিজেকে ব্যাপৃত রেখেছেন সামাজিক কর্মকান্ডে। জলিরপাড় ইউনিয়নকে মডেল ও ডিজিটাল ইউনিয়নে উন্নীত করতে সবার সহযোগিতা ও সমর্থণ কামনা করেছেন।
আসন্ন নির্বাচনে দেশ ও জাতির স্বার্থে দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
একান্ত আলাপচারিতায় জানা যায়, কয়েকটি বিষয়কে আমলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে , গ্রামীণ জনপদের রাস্তাঘাটের উন্নয়ণ, নারী অধিকারের সম্প্রসারণ, বাল্যবিবাহ নিরোধ, সুবিধাবঞ্চিত শ্রেণির অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ণ,ভূমিহীন পরিবারের জন্য খাস জমি বরাদ্ধের মাধ্যমে তাদের ঠিকানা তৈরি।,স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ণ করে শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখা, বেকারত্ব দূরীকরণে বিভিন্ন প্রকল্প গ্রহণ, মাদক ও সন্রাসমুক্ত সমাজ বির্নিমানে ভূমিকা রাখা, আইনের শাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখা।
আসন্ন নির্বাচনে বিজয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, জলিরপাড় ইউনিয়ণ মুজিবাদর্শের ইউনিয়ণ।তাই এখানের সবাই নৌকা প্রতীক ‘কে তাদের প্রাণের প্রতীক হিসেবে মনে করে। আমার দৃঢ় বিশ্বাস অত্র অঞ্চলের জনগণ তাদের কাঙ্খিত প্রতীক নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে কার্যত তারাই বিজয় লাভ করবে।
উজানী ইউনিয়ণে নৌকা প্রতীক পেয়েছেন শ্যামল কান্তি বোস, পশারগাতিতে মো:রহমান মীর,গোবিন্দপুর ওবাইদুল ইসলাম,খান্দারপাড়া সাব্বির খান,বহুগ্রাম পরিতোষ সরকার,বাশবাড়ীয়া মো:মনিরুজ্জামান মোল্লা, ভাবড়াশুর এস এম রিফাতুল আলম,মহারাজপুর মো: সালাউদ্দিন মিয়া,বাটিকামারি শাহ আকরাম হোসেন,দিগনগর মোহাম্মদ আলী,রাঘদী মো:সাহিদুর রহমান( টুটুল),গোহালা মো:নজরুল ইসলাম,মোচনা মো:দেলোয়ার হোসেন , কাশালিয়া মো:সিরাজুল ইসলাম,ননীক্ষীর শেখ রনি আহম্মেদ।
Leave a Reply