বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন
এড.গৌরাঙ্গ বসু:
আজ ১৭/০৯/২০২১ শুক্রবার বিকাল চারটায় পথকলি নৈশ বিদ্যালয়ে মাদারীপুর জেলার রাজৈরে রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোঃ মতিয়ার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড.গৌরাঙ্গ বসু। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক এসএম ফেরদৌস হোসাইন। এ সময় আরো বক্তব্য রাখেন ফোরামের সাবেক সদস্য সচিব মোস্তাফিজুল হক নাদির, সাবেক যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক পূর্বাঞ্চল প্রতিনিধি সুশান্ত দত্ত, দপ্তর সম্পাদক কাজী নজরুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ তৈয়ব আলী মিয়া, লাল সবুজের প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম লাভলু, কার্যকরী সদস্য সোহেল শিকদার, দৈনিক নওরোজ প্রতিনিধি সাজেদুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম টুকু, সাংবাদিক নজরুল কাজী, সাংবাদিক নাজির প্রমুখ। সভায় সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে টুঙ্গিপাড়া যাওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এ মাসেই নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান করতে সর্বসম্মত সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বিগত দিন গুলোর ত্রুটি বিচ্যুতি ,মান অভিমান ভুলে সবাইকে সাংবাদিকদের অধিকার রক্ষায় একযোগে একাত্ম হয়ে কাজ করতে সাধারণ সম্পাদক সর্ণিবন্ধ অনুরোধ জানান। উপস্থিত সবাই ঐক্যমত পোষণ করেন। সভাপতি মহোদয়ের আনিত প্রস্তাবনা ফোরামের অফিস ভাড়া সংক্রান্ত বিষয়টিও কন্ঠ ভোটে গৃহীত হয়। আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে নির্বাচিত কমিটির কোনো সদস্য যদি পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতঃপর সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্য মুলতবি ঘোষণা করেন।
Leave a Reply