বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন
এড. গৌরাঙ্গ বসু:
আজ ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার বিকাল চারটায় মৈত্রী মিডিয়া সেন্টার মাদারীপুর এর আয়োজনে মাদারীপুর জেলা সাংবাদিক গ্লোডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম আট (০৮) শূন্য গোলে বিজয়ী হয়। খেলা উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য , সাবেক নৌ মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান বিজ্ঞ আইনজীবী ওবায়দুর রহমান খান প্রমূখ। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। প্রথম পর্বে কালকিনি রিপোর্টার্স ইউনিটি মুখোমুখি হন মাদারীপুর প্রেসক্লাবের সাথে। দুই শুণ্য গোলে বিজয়ী হয় কালকিনি রিপোর্টার্স ইউনিটি। দ্বিতীয় পর্বে মুখোমুখি হয় রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম ও মৈত্রী মিডিয়া সেন্টার-১। আট (৮) শূন্য গোলে বিজয়ী হয় রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম।
উক্ত টুর্নামেন্টে মাদারীপুর জেলার চারটি উপজেলার আটটি সাংবাদিক সংগঠন অংশ গ্রহণ করবে।
Leave a Reply