বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন
এড.গৌরাঙ্গ বসু
আজ ২৮ আগস্ট ২০২১ শনিবার সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক জানান , জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১- এবারের প্রতিপাদ্য বিষয় হলো-
বেশি বেশি মাছ চাষ করি
বেকারত্ব দূর করি।
তিনি বলেন মৎস্য সপ্তাহ কার্যকর করার লক্ষ্যে উপজেলায় মাইক এবং ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন,মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠান।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এড.গৌরাঙ্গ বসু, সাংবাদিক মজিদ বিশ্বাস, অনাদী কুমার মন্ডল,সুজন হোসেন রিফাত, এস এম জাকির হোসেন ডাবলু, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বিনয় জোয়ারদার,ই এইচ ইমন, শাহাদাত হোসেন, রাজৈর প্রেসক্লাবের সাংবাদিক খন্দকার মুকুল, সজীব ফরাজী প্রমূখ।
Leave a Reply