বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন
এড. গৌরাঙ্গ বসু
কুমার নদের তীব্র ভাঙ্গনে মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন ইশিবপুর ইউনিয়নের শাখার পাড় গ্রামের ২০ টি বসত ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গ্রামের পাকা রাস্তাটিও বিলীন হওয়ার পথে।
সরেজমিনে ঘুরে দেখা যায় , কুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের কারণে শাখার পাড় গ্রামের চর মস্তফাপুর এলাকায় সাধারণ মানুষের ঘর বাড়ি,গাছ-পালা,নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।গত সোমবারও কয়েকটি ঘর নদীর গর্ভে চলে গিয়েছে।
ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন ছিদ্দিক মল্লিক,জাহেদা, ছানোয়ার মল্লিক,আসমা বেগম,লক্ষ্মী,মনুশীল, লুৎফর হাওলাদার, হোসেন মাতুব্বর,আম্বিয়া,সজল সিং প্রমূখ জানান আমরা বসত বাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছি।এ পর্যন্ত কেউ কোন সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসেনি।
Leave a Reply